ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পালানোর সুযোগ পাবে না আ'লীগ নেতাকর্মীরা: আলতাফ হোসেন চৌধুরী

পালানোর সুযোগ পাবে না আ'লীগ নেতাকর্মীরা: আলতাফ হোসেন চৌধুরী

ছবি: সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ১০:৫৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ১০:৫৬

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোরও সুযোগ পাবেন না। তাই বলছি, এখনও সময় আছে আমাদের নেত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করুন।’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল মঙ্গলবার পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্ক চত্বরে গত ১৪ বছরে জেলা বিএনপি আয়োজিত প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাসান মামুন, সাবেক এমপি শহিদুল ইসলাম তালুকদার ও জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

অভিযোগ উঠেছে, সমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে, কোথাও কোথাও মারধর করা হয়েছে। শহরের প্রবেশপথ লোহালিয়া খেয়াঘাট, লাউকাঠি খেয়াঘাট, পায়রাকুঞ্জ খেয়াঘাট ও ফেরিঘাট, পটুয়াখালী ব্রিজ, বাধঘাট, লঞ্চঘাটসহ সাতটি পয়েন্ট এলাকায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা অবস্থান নিয়ে খেয়া, লঞ্চ ও ফেরি চলাচল করতে বাধা দেন। এতে অনেকেই বিএনপির সমাবেশে যোগ দিতে পারেননি। এমনকি বিএনপির সভাস্থলের আশপাশে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিলও করা হয়। ছোড়া হয় ইট-পাটকেল। এতে পাঁচজন আহত হয়েছেন।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক ব্যাপারী বলেন, এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ কিংবা ছাত্রলীগের কেউ জড়িত নয়। ঘটনাটি বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কারণে ঘটেছে।

আরও পড়ুন

×