ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রামেক হাসপাতলের করোনা ওয়ার্ডে আরও ৪ মৃত্যু

রামেক হাসপাতলের করোনা ওয়ার্ডে আরও ৪ মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২ | ২১:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ | ২১:১৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের দু’জন রাজশাহীর, অপর দু’জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের পজিটিভ আসে। এ দিন ​নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিলো ৪০ দশমিক ৮২ শতাংশ।

সোমবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো রিপোর্টে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজের অপর ল্যাবে এ দিন রাজশাহীর ২৭৫টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ আসে। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৬৩ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৬ জন।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। সবাইকে স্বাস্থ্যবিধিসহ মেনে চলতে হবে।

আরও পড়ুন

×