বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় আটক ৪

বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে হতাহতদের উদ্ধার অভিযান ফাইল ছবি সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ০৫:৪৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ০৫:৪৮
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্রলারের সংঘর্ষে পাঁচ জন নিহতের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপুলিশ।
আটকরা হলেন-মো. জাবেদ, আবুল বাশার, মো. ইউনুস ও দিদার। তারা সবাই ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের শ্রমিক। তবে সুকানি পালিয়ে গেছেন।
চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ঘনকুয়াশার কারণে সকাল পৌনে ৭টার দিকে বাল্কডেহ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ সুরতহালশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের চাজনকে আটক করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনকে প্রধান করে পুলিশ পরিদর্শক মুজাহিদ ও মিজানকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
তিনি বলেন, বাল্কহেডের বেপরোয়া গতির জন্যই মূলত এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা মনে করছি। পলাতক সুকানিকে আটকের জন্য চেষ্টা চলছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ১৫-২০ হাজার টাকা সহযোগিতা দেয়া হবে। ইতোমধ্যেই তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে।