ডাকাতিয়া নদীতে মৃত্যু
‘আল্লাহ ছাড়া কেউ রইল না নাছিরের দুই মেয়ের’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ১০:১১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ১০:১১
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বাল্কহেডের ধাক্কায় সোমবার সকালে মাটিভর্তি ট্রলার ডুবে নিহতদের মধ্যে কুমিল্লার তিতাসের দুই নৌ শ্রমিকও রয়েছেন। তাদের পরিবারে চলছে শোকের মাতম।
হতভাগ্য তিতাসের দুই বাসিন্দা হলেন ভিটিকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের নাছির (৩৪) ও একই ইউনিয়নের দুই সন্তানের পিতা নজরুল ইসলাম প্রকাশ কালা (৩৫)।
নাছিরের ফুফাতো ভাই রমজান মিয়া বলেন, তার মামা তো ভাইসহ ১১ জন ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করত। নাছির ছিল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। এখন এতিম দুটি মেয়েসহ পরিবারটির একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ রইল না।
পরিবার জানায়, চাঁদপুরের মমিনপুর এলাকায় বাল্ক্কহেডের ধাক্কায় মাটিভর্তি ট্রলার ডুবে ১১ শ্রমিকের মধ্যে ৫ জন নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত নজরুলেরও রয়েছে দুটি অবুঝ সন্তান। তারা এখনও বুঝতে পারেনি- তাদের বাবা আর বেঁচে নেই। নাছির ও নজরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, তিনি তার সাধ্যমতো পরিবারগুলোর পাশে থাকবেন।
- বিষয় :
- দুর্ঘটনা
- ডাকাতিয়া নদী