রাজনীতির নামে অপরাজনীতি প্রতিহত করা হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান - ফাইল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৩ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৭
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্যে করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, 'রাজনীতির নামে অপরাজনীতি প্রতিহত করা হবে। ভারত বিরোধিতা ও মেকি ধর্মপ্রিয়তা অনেক দেখেছি, এসব আর চলবে না। আমরা ধর্ম-কর্মও করবো, সবই করবো।’
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে 'হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত স্কিম' সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা বাঙালির প্রিয় নেতা ও গ্রেট লিডার। প্রধানমন্ত্রীর দেশের মানুষের প্রতি স্নেহ এবং দায় আছে বলেই প্রত্যন্ত অঞ্চলে মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ২০ বছর পেছানো হয়েছিল। তা না হলে ১৯৯০ সালের দিকেই এসব বড় বড় প্রকল্প বাস্তবায়ন হতো।
প্রধানমন্ত্রীকে ভার্চুয়ালি যুক্ত করে উড়াল সড়কের আনুষ্ঠানিকতা শুরুর কথা জানিয়ে তিনি বলেন, এই সড়কের নামকরণ হবে 'শেখ হাসিনা উড়াল সড়ক'। এটি বাস্তবায়ন হলে হাওরাঞ্চলের সঙ্গে সুনামগঞ্জ-নেত্রকোনা-ময়মনসিংহ যুক্ত হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতেই প্রকল্প পরিচালক গোলাম মওলা উপস্থিত সবাইকে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। পরে স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিক, এমপি মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত বক্তব্য দেন।
- বিষয় :
- পরিকল্পনামন্ত্রী
- এমএ মান্নান
- সিলেট
- সুনামগঞ্জ