রায়হান হত্যা
নোমানের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, এলাহীর জামিন নামঞ্জুর

রায়হান আহমদ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:৪৯ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:৪৯
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া যুবক রায়হান আহমদ হত্যা মামলার আসামি পলাতক আব্দুল্লাহ আল নোমানের অনুপস্থিতে বিচার কাজ শুরু বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে সোমবার মামলার নির্ধারিত দিনে আবারও পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
এদিকে একইদিন মামলার চার্জশিটভুক্ত আসামি বরখাস্ত হওয়া কারাবন্দী এএসআই আশেক এলাহীর পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাটিস্ট্রেট আবদুল মোমেন তা নামঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার জিআরও সুদিপ্ত। এর আগে গত ১৫ সেপ্টেম্বর আশেক এলাহীর পক্ষে জামিন আবেদন করা হলে তাও নামঞ্জুর করা হয়েছিল।
২০২০ সালের ১১ অক্টোবর রায়হান হত্যার পর গত ৫ মে আলোচিত মামলাটির অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে সামরিকভাবে বরখাস্ত হওয়া বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, ফাঁড়ির টুআইসি এসআই হাসান উদ্দিন ও কথিত সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানকে অভিযুক্ত করা হয়। এরমধ্যে নোমান ঘটনার পর থেকেই পলাতক। বাকি অভিযুক্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার চার্জশিট গ্রহণ করে নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীকালে তার মালামাল ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ গত ২২ ডিসেম্বর নোমানের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া সোমবার মামলার নির্ধারিত দিনে আবার সময় দেন আদালত।