চট্টগ্রামে শিক্ষার্থীদের করোনার ২য় ডোজের টিকা রোববার থেকে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৩
চট্টগ্রামে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের করোনার গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে রোববার। প্রথম দিনে ২১ হাজার ৬৯৪ শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ। নগরের ছয়টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। নির্ধারিত সময়ে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রছাত্রীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা শিক্ষা দপ্তর।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, টিকাকেন্দ্রে ভিড় কমাতে কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। নির্ধারিত দিনেই নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা নিতে হবে। এটি সঠিকভাবে মানা হলে কেন্দ্রে বাড়তি চাপ সৃষ্টি হবে না।জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনী বলেন, টিকা কার্ড দেখিয়ে নগরের জিইসি কনভেনশন হল, এম এ আজিজ স্টেডিয়াম, অফিসার্স ক্লাব, চিটাগাং গ্রামার স্কুল, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে শিক্ষার্থীরা।
- বিষয় :
- চট্টগ্রাম
- শিক্ষার্থী
- টিকা
- দ্বিতীয় ডোজ