ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শরীয়তপুরে ভাই হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

শরীয়তপুরে ভাই হত্যার দায়ে  যুবকের যাবজ্জীবন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:৩৮

শরীয়তপুরে আপন ভাইকে হত্যার দায়ে সলেমান মাল (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত সলেমান মাল ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরপায়াতলী মুন্সী কান্দি গ্রামের আমানুল্লাহ মালের ছেলে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট মির্জা হযরত আলী। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ আগষ্ট ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরপায়াতলী মুন্সি কান্দি গ্রামের বাড়িতে আমানুল্লাহ মালের দুই ছেলে সলেমান মাল ও দেলোয়ার মালের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সলেমান মাল তার ভাই দেলোয়ার মালকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তাদের বাবা আমানুল্লাহ মাল বাদী হয়ে ২০১৪ সালের ১৩ আগষ্ট সলেমান মালের বিরুদ্ধে সখিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত। 


আরও পড়ুন

×