ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কেরুর নিরাপত্তাকর্মীর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কেরুর নিরাপত্তাকর্মীর

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ২৩:৫৭ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ২৩:৫৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আবু সিদ্দিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সিদ্দিক উপজেলার দর্শনার শ্যামপুর গ্রামের মৃত দাউদ মণ্ডলের ছেলে ও দর্শনা কেরু অ্যান্ড কোং এর নিরাপত্তা কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সিদ্দিক শ্যামপুর থেকে মোটরসাইকেলযোগে কুড়লগাছির দিকে যাচ্ছিল। এসময় দর্শনা পুরাতন বাজারের কাছে আসলে মোটরসাকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুাতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সিদ্দিক মারাত্মক আহত হয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির আবু সিদ্দিকের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×