এটাকে ইলেকশন বলা যাবে না সিলেকশন হয়েছে
সেই একতরফা নির্বাচনই, তবে মডেল ভিন্ন

ড. এম সাখাওয়াত হোসেন
ড. এম সাখাওয়াত হোসেন
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ০১:০৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ০৫:৪৭
একদলীয় নির্বাচন হয়েছে। নিজেরা নিজেরা নির্বাচন করেছে। সংখ্যাগরিষ্ঠও তারা, স্বতন্ত্রও তারা, বিকল্পও তারা। যে দু-একটি ভিন্ন দলের প্রার্থী জিতেছে, তারাও একই জোটের বা মিলেমিশে আলাপ-আলোচনা করে নির্বাচন করেছে। আসলে এটাকে ইলেকশন বলা যাবে না, সিলেকশন হয়েছে।
৭ জানুয়ারির নির্বাচনে নতুনত্ব কিছু নেই। ২০১৪, ২০১৮ সালের মতোই একতরফা নির্বাচন; শুধু মডেলটা ভিন্ন, যেখানে এবার বিরোধী দল খোঁজা হচ্ছে। এই নির্বাচন অনেক দেশের কাছেই গ্রহণযোগ্য হবে না।
নির্বাচন কমিশন দেখানোর চেষ্টা করেছে, তারা একটি ভালো নির্বাচন করেছে। কিন্তু আসলে তো তা হয়নি। অধিকাংশ ভোটার ভোট দিতে আসেনি।
ভোটার উপস্থিতি মেলাতে গিয়ে নির্বাচন কমিশন হিসাব পেঁচিয়ে ফেলেছে। যেসব বিদেশি পর্যবেক্ষক এসেছে, তাদের গ্রহণযোগ্যতা নেই। ইতোমধ্যে কানাডা জানিয়েছে, তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি।
দেশের যেসব সমস্যা রয়েছে, সেগুলো কীভাবে মোকাবিলা করবে, তা শাসক দলই বলতে পারে। দুর্নীতি, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, দেশের ভেতরের রাজনৈতিক সংকটের মতো বিষয়গুলো সামলানোর বিষয়টি সরকারের ইচ্ছার ওপর নির্ভর করছে।
নির্বাচন হয়েছে; যারা জিতেছে, তারা পাঁচ বছর চালিয়ে নেবে। এর আগের দুই নির্বাচন নিয়ে কথা উঠলেও পাঁচ বছরই তারা চালিয়ে নিয়েছে। এবারও হয়তো তেমনটাই হবে। যারা বিরোধিতা করছে, তারা তা চালিয়ে যেতে পারে; কিন্তু আদৌ সফল হবে কিনা, তা সময় বলে দেবে। তবে চলামন সমস্যার কোনো সমাধান আপাতত হবে বলে মনে হয় না।
সামনে কী হবে, তা এখনই বলা যাবে না। তবে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তবে একটি পক্ষের জন্য এই সমস্যাগুলো কোনো সমস্যা নয়। দ্রব্যমূল্য যতই বাড়ুক, তাদের তা নিয়ে চিন্তা নেই।
যে নির্বাচন হলো, গণমানুষের এই সমস্যার সমাধান দিতে পারবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। বিদেশি কোনো রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন ঘিরে কোনো পদক্ষেপ নেয় কিনা, সেটা বলা যাচ্ছে না।
চীন ও রাশিয়া ইতোমধ্যে সরকারকে অভিনন্দন জানিয়েছে। ফলে বাংলাদেশকে ঘিরে ভূরাজনৈতিক একটা সমস্যার উদ্ভব হতে পারে, আবার নাও পারে। বিদেশি রাষ্ট্রগুলো এটা-সেটা বলে পরিস্থিতি উত্তপ্ত করে হুট করে চুপ হয়ে যাবে, নাকি কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেবে, তা নিশ্চিত করে বলা যায় না। ঝামেলা যাই আসুক, সেটা সরকার মোকাবিলা করার চেষ্টা করবে। কিন্তু কীভাবে মোকাবিলা করবে, তা তাদের নিজস্ব পলিসি।
লেখক : সাবেক নির্বাচন কমিশনার
- বিষয় :
- নির্বাচন