ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশের কাছে উড়োজাহাজ বিক্রি করতে চায় এয়ারবাস

বাংলাদেশের কাছে উড়োজাহাজ বিক্রি করতে চায় এয়ারবাস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ১০:২৩ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ১০:২৩

ইউরোপীয় উড়োজাহাজ তৈরির প্রতিষ্ঠান এয়ারবাস বাংলাদেশের কাছে এ৩৫০ মডেলের অত্যাধুনিক উড়োজাহাজ বিক্রি করতে চায়। এয়ারবাস জানায়, এ উড়োজাহাজটি আগের মডেলের উড়োজাহাজের তুলনায় ২৫ শতাংশ জ্বালানী সাশ্রয়ী এবং পরিচালনা ব্যয় ২৫ শতাংশ কম হবে। একই সঙ্গে পূর্বের যে কোনো প্রজন্মের এয়ারক্রাফটের তুলনায় ২৫ শতাংশ কম কার্বন নিঃসরণ করে এটি।

রোববার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এয়ারবাসের মডেল এ৩৫০ সম্পর্কে এসব কথা বলা হয়। এই এয়ারক্রাফটটি সম্পর্কে জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে এয়ারবাস।

অনুষ্ঠানে বলা হয়, ২০১৯ সালের হিসাব অনুযায়ী দেশে সরকারি-বেসরকারি এয়ারলাইনসগুলো মিলিয়ে ৪৮টি উড়োজাহাজ আছে।

এসময় বক্তব্য দেন, ইন্ডিয়া অ্যান্ড সাউদ এশিয়া প্রেসিডেন্ট আ্যন্ড ম্যানেজিং ডিরেক্টর রিমি মেইলারড ও হেড অব ওয়েডবডি মার্কেট ডেভেলপমেন্ট ফ্যান্সসুইচ অভি।

আরও পড়ুন

×