২৫ এপ্রিলের মধ্যে বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ১১:৩৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ১১:৩৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের চলতি মাসের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) বাংলাদেশ রেলওয়ে বরাবর ওই প্রজ্ঞাপন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা।
রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। উপসচিব এ এস এম লোকমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ মে ঈদুল ফিতর পালিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা-সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতা ২৫ এপ্রিল প্রদান করা হবে।
একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও এপ্রিল মাসের ভাতা ২৫ এপ্রিল প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩(২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা সাধারণত পরের মাসের এক থেকে তিন তারিখের মধ্যে হয়ে থাকে। তবে মাসের শুরুতে পবিত্র ঈদ উদযাপিত হলে বেতন-ভাতা দেয়ার কার্যক্রমটি এগিয়ে নিয়ে আসে সরকার।