ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত গ্রেপ্তার

চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত গ্রেপ্তার

সুদীপ্ত দাস। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২ | ১১:৩৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১০:৩৬

প্রতারণার মামলায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাসকে অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। অর্থ লেনদেন নিয়ে প্রতারণার অভিযোগে করা ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, একটি মামলার পলাতক আসামি সুদীপ্ত দাসকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২১ সালের মাঝামাঝি তার বিরুদ্ধে আদালতে মামলা করেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী। বাদীর ভাষ্য, ২০১২ সালে তিনি সমিতির সাধারণ সম্পাদক থাকার সময় একই কমিটির সহ-সভাপতি সুদীপ্ত দাস তার কাছ থেকে ব্যবসার কথা বলে ২০ লাখ টাকা নেন। ২০১৫ সালের মধ্যে লভ্যাংশসহ মূল টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে তাদের মধ্যে একটি 'নন রেজিস্ট্রার' চুক্তিও হয়। তবে সময় পেরিয়ে যাওয়ার পর বারবার বলা হলেও টাকা ফেরত দেননি তিনি। একপর্যায়ে তিনি টাকা ফেরত পেতে মামলা করেন।


আরও পড়ুন

×