ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাসায় ডেকে আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৩

বাসায় ডেকে আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৩

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ১০:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ | ১০:৫৯

প্রথমে মোবাইল ফোনে ৫০-১০০ টাকা পাঠিয়ে এক নারী কল করে বলে- ভুলবশত ওই নম্বরে টাকা চলে গেছে, সেটি ফেরত দেওয়া যায় কিনা। পরে কথা বলতে বলতে সখ্য গড়ে তোলা হয় টার্গেট করা ব্যক্তির সঙ্গে। একপর্যায়ে তাঁকে বাসায় ডেকে নিয়ে আপত্তিকর ছবি তোলা হয়। পরে চক্রের অন্য সদস্যরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে টাকা আদায় করে।

এ রকম একটি চক্রের নারী সদস্যসহ তিনজনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রওশন আরা রুমা, মজনু ও আব্দুস সালাম।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গত ১১ জুলাই আল আমিন নামে এক ব্যক্তিকে ফোন করে ভুল করে ৫০ টাকা রিচার্জ চলে গেছে বলে জানায় রওশন আরা রুমা। এর সূত্র ধরে কয়েকদিন কথা বলার পর একদিন রুমা আল আমিনকে বাসায় ডেকে আনে। সেখানে যাওয়ার পর কয়েকজন ব্যক্তি জোর করে বাসায় ঢুকে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়।

তিনি আরও জানান, তারা প্রথমে আল আমিনকে মারধর করে এবং পরে রুমার সঙ্গে আপত্তিকর ছবি তুলে টাকা দাবি করে। অন্যথায় তাঁকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। মান-সম্মানের ভয়ে আল আমিন তাদের ৩ লাখ ৮৭ হাজার টাকা দেন। পরে আল আমিনের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×