ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভারতীয় ঋণে রেলের প্রকল্পে ৪ বছর পর পরামর্শক নিয়োগ

ভারতীয় ঋণে রেলের প্রকল্পে ৪ বছর পর পরামর্শক নিয়োগ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ২১:০৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ২১:০৮

ভারতীয় ঋণে (এলওসি) রেলের প্রকল্প অনুমোদনের প্রায় ৪ বছর পর পরামর্শক নিয়োগে চুক্তি হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান আরভি অ্যাসোসিয়েট এবং স্টুপ কনসালট্যান্টস লিমিটেড জয়েন্টভেঞ্চার পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে এ সংক্রান্ত চুক্তি হয়।

দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত ৫৭ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ১ হাজার ৬৮৩ কোটি টাকায় ডুয়েলগেজে রূপান্তর করা হবে। ভারত এতে ঋণ দেবে ১ হাজার ৩৭৬ কোটি টাকা।

২০১৮ সালের ১ জানুয়ারি শুরু হওয়া এ প্রকল্পে অগ্রগতি আধা শতাংশেরও কম। আগামী ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার মাত্র চার মাস আগে ৭৫ কোটি ৮৪ লাখ টাকায় পরামর্শক নিয়োগ করা হলো।

খুলনা-দর্শনা সেকশনে পুরোনো লাইনের পাশাপাশি নতুন ১২৬ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের ব্যয় ৩ হাজার ৫০৬ কোটি টাকা। এতে ভারত ঋণ দেবে ২ হাজার ৬৯০ কোটি টাকা। ২০১৮ সালের ১ জানুয়ারি শুরু হওয়া এ প্রকল্পে অগ্রগতি শূন্য দশমিক ৩ শতাংশ। আগামী ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু প্রকল্প মেয়াদ শেষ হওয়ার মাত্র চার মাস আগে ৮৭ কোটি ৩৭ লাখ টাকায় পরামর্শক নিয়োগ করা হলো।

চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ভারতের সব রেললাইন ব্রডগেজ। বাংলাদেশেও সব রেললাইন ব্রডগেজে রূপান্তর করা হচ্ছে। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে। এর মাধ্যমে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে। পার্বতীপুর কাউনিয়া ডুয়েলগেজ লাইন নির্মিত হলে ভবিষ্যতে ভারত ছাড়াও নেপাল, ভুটানের সঙ্গে যাত্রীসহ মালপত্র পরিবহনের সুযোগ বাড়বে।

চুক্তিসই অনুষ্ঠানে রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব সালোনি সাহাই প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×