ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো প্রশ্নে রায় চেম্বারে স্থগিত

চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো প্রশ্নে রায় চেম্বারে স্থগিত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ০৪:১৫ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ০৪:১৫

চেক ডিজঅনারের মামলায় কোন ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থি-এমন পর্যবেক্ষণসহ হাইকোর্টের রায় আগামী ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. ইনায়েতুর রহিম হাইকের্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

গত ২৮ আগস্ট চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থি বলে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। পাশাপাশি রায়ে কয়েকদফা গাইডলাইন দেওয়া হয়। যাতে বলা হয়েছে, জাতীয় সংসদ অতি দ্রুত নেগোশিয়েবল ইনস্টুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন করবে আদালত এমনটা প্রত্যাশা করে। তবে যতদিন না ১৩৮ ধারার সংশোধনী আনা না হয়, ততদিন পর্যন্ত এই ধারার আওতায় চেক ডিজঅনারের মামলা আপসযোগ্য হবে। চেক ডিজঅনারের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন দেশের সব আদালতে সাজার পরিবর্তে তিনগুণ পর্যন্ত জরিমানা দিতে পারবে। পরে হাইহোর্টের ওই রায় স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার ওই আবেদনটি শুনানি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত।


আরও পড়ুন

×