ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাইকোর্টের রুল

সভা-সমাবেশ নিষিদ্ধে পুলিশের ক্ষমতা কেন বেআইনি নয়

সভা-সমাবেশ নিষিদ্ধে পুলিশের ক্ষমতা কেন বেআইনি নয়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২ | ০৯:১৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ | ০৯:১৩

সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের ২৯ ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ডিএমপি অধ্যাদেশের ১৯৭৬-এর ২৯ ও ১০৫ ধারা এবং ২০০৬ সালের ঢাকা মহানগর পুলিশ (সভা, সমাবেশ, মিছিল ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত ২০ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী ও কে এম জাবির, চাঁদপুর জেলা বারের (সমিতি) আইনজীবী সেলিম আকবর এবং রাজধানীর বাসিন্দা শাহ নুরুজ্জামান ও মোহাম্মদ ইয়াসিন রিটটি করেন। অধ্যাদেশটির ২৯ ধারায় সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতার (পুলিশ কমিশনারের) বিষয়ে বলা আছে।

রোববার ওই রিটের শুনানি নিয়ে শুধু ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারীদের আইনজীবী আবদুল মোমেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

শুনানিতে আইনজীবী আবদুল মোমেন চৌধুরী বলেন, সভা-সমাবেশ করতে ভারতের মুম্বাই পুলিশ রেগুলেশনে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছিল, যা ভারতের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছেন। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার বিধান রয়েছে। এতে কাউকে সুযোগ দেওয়া হবে, কাউকে হবে না। অধ্যাদেশের ২৯ ধারা সংবিধানের ৩৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন

×