ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভারতে চাকরি দেওয়ার নামে পতিতালয়ে বিক্রি, নারী গ্রেপ্তার

ভারতে চাকরি দেওয়ার নামে পতিতালয়ে বিক্রি, নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৭:১৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৭:২৩

ভারতে মোটা বেতনে সেলাইয়ের কাজ দেওয়ার নামে নারীদের পাচার এবং পতিতালয়ে বিক্রিতে জড়িত চক্রের সদস্য সন্দেহে কানিজ ফাতেমা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকায় এ অভিযান চালায় সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের মানব পাচার অপরাধ দমন শাখা।

সিআইডি সূত্র জানায়, কানিজ ফাতেমা অন্যদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে আগ্রহী মেয়েদের এক জায়গায় জড়ো করতেন। এরপর অর্থের বিনিময়ে তাদের তুলে দিতেন মানব পাচারকারী চক্রের হাতে। তারা সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে মেয়েদের ভারতে পাচার করে দিত। ভারতীয় সহযোগীরা এই মেয়েদের বিক্রি করত বিভিন্ন পতিতালয়ে। সেখানে তাদের প্রচণ্ড নির্যাতন করা হত। এ রকম একটি ঘটনায় গত বছরের ২০ মার্চ ফতুল্লা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলা হয়। সেই মামলায় কানিজ ফাতেমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

×