জাগরণের সুরবাণীতে নববর্ষকে স্বাগত জানাবে ছায়ানট

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৬:৪৮
পহেলা বৈশাখের ভোরের আলো ফুটতেই আহির ভৈরবের সুরে, ছন্দের বন্ধনে রমনার বটমূলে শুরু হবে বাংলা নববর্ষ-১৪৩০ বরণের আয়োজন। গানে গানে মুখর হয়ে উঠবে পুরো প্রাঙ্গণ। সত্য-সুন্দরকে পাওয়ার অভিলাষী ছায়ানটের আহ্বান থাকবে– দূর করো অতীতের সকল আবর্জনা, ‘ধর নির্ভয় গান’।
সোমবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সহসভাপতি আতিউর রহমান ও খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা ও যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।
আয়োজনের বিস্তারিত তুলে ধরে তাঁরা বলেন, নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে সাজানো থাকবে এবারের বর্ষবরণের অনুষ্ঠানমালা। এ উপলক্ষে আন্তরিক নিষ্ঠায় প্রায় দুই মাস আগে থেকেই গান তোলা আর গলা মেলানোর কাজে নেমেছেন শতাধিক খুদে ও বড় শিল্পী। ছায়ানট কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস শ্রম দিয়ে চলেছেন স্বেচ্ছাসেবীরা, লাউড ওয়ার্কস এবং থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপের নির্বাচিত সদস্যরা। এর মধ্যেই তৈরি হয়ে গেছে শ’ দেড়েক শিল্পী-কর্মীকে ধারণ করতে সমর্থ মঞ্চ। বরাবরের মতোই নতুন বাংলা বছরকে বরণ করার এই আয়োজন সুষ্ঠু রাখতে অক্লান্ত সেবা দিয়ে চলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণপূর্ত অধিদপ্তর।
রমনা উদ্যানের প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেলেও।
- বিষয় :
- পহেলা বৈশাখ
- বাংলা নববর্ষ
- বর্ষবরণ
- ছায়ানট