ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদ প্রস্তুতি সভা

বেতন-বোনাস দিতে হবে, শ্রমিক ছাঁটাই নয়

বেতন-বোনাস দিতে হবে, শ্রমিক ছাঁটাই নয়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৭:০১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৭:০১

ঈদের ছুটির আগে গার্মেন্ট, কলকারখানার শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা দিতে হবে; কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে মন্ত্রী বলেছেন, তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র প্রতিনিধিরা এসেছিলেন। তাঁরা অঙ্গীকার করেছেন, ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করবেন। যদি পারেন এপ্রিল মাসের বেতনও দেবেন। ঈদের আগে কোনো অবস্থাতেই শ্রমিক ছাঁটাই করা হবে না বলে কথা দিয়েছেন মালিকরা।

যানজট এড়াতে গার্মেন্ট ও কলকারখানায় পর্যায়ক্রমে ছুটি দিতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সাভার, আশুলিয়াসহ অন্য শিল্পাঞ্চলে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। মার্কেট-শপিংমলে রাত্রিকালীন নিরাপত্তা দেওয়া হবে। বঙ্গবাজারের আগুনের মতো ঘটনা যেন না ঘটে, সে জন্য ফায়ার সার্ভিস মার্কেটগুলোতে যাচ্ছে। ঈদের আগে অগ্নিনির্বাপণ মহড়া হবে।

ঈদে গ্রামমুখী যাত্রীদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‍্যাবও থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাস, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হবে। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। তবে সড়কে গাড়ির চলাচল ঠিক রাখতে সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো যানবাহনে তল্লাশি করা হবে না।

সভায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

×