ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকা-ময়মনসিংহে ‘স্টেপ অ্যাহেড বাংলাদেশ’-এর ঈদ উপহার বিতরণ

ঢাকা-ময়মনসিংহে ‘স্টেপ অ্যাহেড বাংলাদেশ’-এর ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১২:০৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ১২:০৫

পবিত্র রমজান উপলক্ষে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টেপ অ্যাহেড বাংলাদেশ’ ঢাকা ও ময়মনসিংহে ঈদ উপহার, ওষুধ সামগ্রী ও ইফতার বিতরণ করেছে। ঢাকার উত্তরা ও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুস্থ, অস্বচ্ছল নাগরিক ও বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে সংস্থাটি।

প্রতি বছরের মতো এবারও সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আজ বৃহস্পতিবার ঢাকার উত্তরায় আপন ভুবন বৃদ্ধাশ্রমের বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করে। একই দিন ওই এলাকার অস্বচ্ছল মানুষের মাঝেও ঈদসামগ্রী বিতরণ করে তারা। এর পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সংগঠনটির উদ্যোগে রমজান মাসজুড়ে চলমান ইফতার বিতরণ কর্মসূচি তদারকি করা হয়। 

এর আগে গতকাল বুধবার সংগঠনটির সদস্যরা ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।

স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

আরও পড়ুন

×