মহানবীকে নিয়ে কটূক্তি
কলেজছাত্রীর কারাবাসের মেয়াদই কারাদণ্ড

আদালত প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩ | ১৪:০৪ | আপডেট: ১০ মে ২০২৩ | ১৪:০৪
ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেগম বদরুন্নেসা কলেজের ছাত্রী ইসরাত জাহান রেইলিকে ২ বছর ৭ মাস কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে সাজা দিয়েছেন আদালত। আসামি দোষ স্বীকার করায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম জুলফিকার হায়াত আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
এই আদালতের পিপি নজরুল ইসলাম শামীম সমকালকে জানান, আসামি ইসরাত জাহান রেইলি বেগম বদরুন্নেসা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২০ সালের নভেম্বরে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছিলেন। তিনি আজ দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। যেহেতু আসামির একটি শিশু সন্তান রয়েছে, আর আসামি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় আদালত তার কারাবাসের ২ বছর সাত মাস সময়কে কারাদণ্ড ধরে রায় দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। অন্য কোনো মামলা না থাকলে মুক্তি পাবেন তিনি।
আজ আদালতে মামলার শুনানিকালে ২০২০ সালের ৬ নভেম্বর থেকে কারাগারে থাকা ইসরাত জাহান রেইলিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় এদিন অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী গোলাম মোস্তফা খান দীর্ঘদিন হাজতবাস এবং শিশু সন্তান থাকার বিবেচনায় জামিনের আবেদন করেন। এ সময় বিচারক বলেন, ‘কারাবাস অনেক দিন হয়েছে। যদি আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে তবে আসামির কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে ঘোষণা করতে পারি।’ তখন আইনজীবী গোলাম মোস্তফা খান আসামির সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্তের কথা জানান। এরপর তিনি দোষ স্বীকার করেন।
ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র্যাব-৪ এর হাতে গ্রেপ্তার হন ইসরাত জাহান রেইলি। ওই ঘটনায় রাজধানীর দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ২০২২ সালে এ মামলায় চার্জশিট দাখিল হয়।