মহাসড়কে অপরাধ দমনে 'হ্যালো এইচপি' চালু করল হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিতরা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৩ | ০৮:১০ | আপডেট: ১১ জুন ২০২৩ | ১১:৪০
মহাসড়কে ডাকাতি, ছিনতাই, মাদক ও দুর্ঘটনাসহ অপরাধ দমনে 'হ্যালো এইচপি' অ্যাপস চালু করেছে হাইওয়ে পুলিশ। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে তথ্য শেয়ার করতে পারবেন।
রোববার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত বক্তব্যে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন খান। পরে দুপুরে 'হ্যালো এইচপি' অ্যাপসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।
তিনি জানান, হাইওয়েতে ঘটে যাওয়া যে কোনো বিষয়ে অভিযোগ পাঠানো যাবে এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। এমনকি জরুরি সাহায্যে বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটস্থ হাইওয়ে পুলিশের প্যাট্রোল টিমের কাছে সাহায্য চাওয়া যাবে।
হাইওয়ে পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়ন ভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর পাওয়া যাবে। এছাড়াও মহাসড়ক সংলগ্ন ও নিকটস্থ সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বর দেওয়া থাকবে সেখানে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মো. মসিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন উপস্থিত ছিলেন।