৩০০ এমপির পদ শূন্য চেয়ে আপিলের শুনানি আজ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৩ | ০২:৫১ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০২:৫১
দশম জাতীয় সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের (এমপি) শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল শুনানি হবে আজ সোমবার।
রিট খারিজের চার বছর পর রোববার চেম্বার আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আপিল করেন। আপিলে বর্তমান এমপিদের শপথ অবৈধ ঘোষণার পাশাপাশি সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
পরে বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।
রোববার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদ প্রতিপালন না করে একাদশ সংসদের নির্বাচিতরা শপথ নেন, যাতে একই সঙ্গে দুটি সংসদ বহাল হয়। এটি সংবিধান পরিপন্থি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেন। রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়। পরে ওই বছরের ১৭ জানুয়ারি রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে রোববার আপিল বিভাগে আবেদন করা হয়।
/এসআর/
- বিষয় :
- সংসদ
- এমপি পদ শূন্য
- আপিল শুনানি