ডেসটিনি থেকে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর পদত্যাগ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৪:২৫ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১৪:২৬
ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার মারগুব কবির। গত ১৪ জুন বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করা হয়। পরে আদালত তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।
পদত্যাগপত্রে বলা হয়েছে, আদালতের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তারা এই কোম্পানির পরিচালনার দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে পারিবারিক কারণে তারা এখন দায়িত্ব পালনে অপারগ।
পদত্যাগের বিষয়ে সংশ্লিষ্টদের আইনজীবী ব্যারিস্টার তাইসীর মাহমুদ বলেন, গত ৩১ মে ব্যক্তিগত কারণে দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পরে সেটি হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। এ পর্যায়ে হাইকোর্ট ফের ডেসটিনির পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে দেবেন। বিষয়টি মঙ্গলবারের (২০ জুন) কার্যতালিকায় রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০ এর পরিচালনায় বোর্ড পুনর্গঠন করেন হাইকোর্ট।
/এইচকে/