গড়াল রথের চাকা, ধামরাইয়ে হাজারো মানুষের মিলনমেলা

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক ও ধামরাই প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৫:২৩ | আপডেট: ২০ জুন ২০২৩ | ১৫:২৩
উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এদিন রাজধানীতে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। বিকেলে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শ্রীবিগ্রহ নিয়ে ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে জয়কালী মন্দির, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, বায়তুল মোকাররম, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, রমনা কালীমন্দির, টিএসসি, জগন্নাথ হল এবং পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। হাজার হাজার ভক্ত কীর্তনের সঙ্গে নেচে-গেয়ে শোভাযাত্রায় শামিল হন। তাঁরা চিনি ও কলা ছিটিয়ে রথকে বরণ করে নেন।
এর আগে ইসকনের স্বামীবাগ আশ্রম মন্দির প্রাঙ্গণে সকাল ১১টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, দুঃসময়ে, দুঃখ-কষ্ট ও দুর্যোগে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের কখনও সংখ্যালঘু মনে করা উচিত নয়। অন্য ধর্মাবলম্বীদের মতো তাঁরাও দেশের প্রথম শ্রেণির নাগরিক।’
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।
রাজধানীর অদূরে ধামরাইতে এদিন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব এবং মাসব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। বিকেলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় এমপি বেনজীর আহমদ। ধামরাই যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাসের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবির, ধামরাই ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি, রথ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ।
এরপর হাজারো ভক্ত প্রতিমাসহ ৪২ ফুট উচ্চতার তিনতলাবিশিষ্ট রথটি রশি ধরে টেনে শ্রীশ্রী যশোমাধবকে তাঁর কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান। এ সময় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই রথটি প্রতি বছরের মতো ৯ দিন অবস্থান করবে। আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে উল্টো রথ টান। তবে মেলা চলবে মাসব্যাপী।