ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সরকারি চাকরিজীবীদের বীমার আওতায় আনার উদ্যোগ

সরকারি চাকরিজীবীদের বীমার আওতায় আনার উদ্যোগ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১২:৫৫ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১২:৫৫

সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে সব চাকুরেকে জীবন বীমার আওতায় আনার চিন্তা করছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমন তথ্য জানিয়ে গত ৩ আগস্ট সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৭ আগস্টের মধ্যে এ বিষয়ে মতামত দিতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেওয়ার নিয়ম রয়েছে। তাই মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত বর্তমানে বেসামরিক খাতে সরকার কর্মকর্তা–কর্মচারীদের পদসংখ্যা প্রায় ২০ লাখ। এর মধ্যে কর্মরত আছেন প্রায় ১৬ লাখ। 

আরও পড়ুন

×