ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ: গোয়েন লুইস

অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ: গোয়েন লুইস

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস - ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:৪১ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:৪১

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা করার জন্য বেসরকারি খাতের উদ্ভাবন, সহযোগিতা ও আর্থিক সহায়তা অপরিহার্য।

বুধবার ঢাকায় জাতিসংঘ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অনুঘটক হিসেবে ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি (বিপিএসডব্লিউসি) গঠন করা হয়। বিপিএসডব্লিউসির বিষয়ভিত্তিক গ্রুপগুলো বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। বুধবার বিপিএসডব্লিউসি এবং এর উপকমিটিগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম এই কার্যনির্বাহী সভায় গ্রুপগুলোর সদস্য পদের আনুষ্ঠানিক মনোনয়নও গ্রহণ করা হয়। বাংলাদেশি বেসরকারি কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রায় অর্ধশত প্রধানের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি ও বিপিএসডব্লিউসির চেয়ারম্যান জসিম উদ্দিন।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশির কবির বিষয়ভিত্তিক গ্রুপ প্রতিষ্ঠাকে স্বাগত জানান এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরেন। গোয়েন লুইসও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততাকে উৎসাহিত করেন। ২০২৩ সালের মে মাসে এফবিসিসিআই, বিইএফ ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মাধ্যমে যাত্রা করা এই কমিটির প্রথম উদ্যোগগুলোর একটি ছিল গ্রুপগুলোর গঠন। 


আরও পড়ুন

×