ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানসহ ৭ জনের কবর সরানোর দাবি

সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানসহ ৭ জনের কবর সরানোর দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১২:০৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৩:০৮

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ৭ জনের কবর সরানোর দাবি জানিয়েছে ফ্রিডম ফাইটার কমান্ডার্স ফোরাম ১৯৭১। ওই ৭ জনের মধ্যে তিনজন চিহ্নিত রাজাকার রয়েছেন বলেও জানান তারা।

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

অবিলম্বে ওই ৭ জনের কবর অপসারণ করা না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আশরাফ এ খলিফা। তিনি বলেন, স্থপতি লুই কানের নান্দনিক নকশা লঙ্ঘন করে সংসদ এলাকার মধ্যেই সমস্ত রীতি–রেওয়াজ ভেঙে স্বীকৃত ৩ রাজাকারসহ ৭ জনকে কবর দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, মুসলিম লীগের সাবেক সভাপতি সবুর খান ও সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার কবর রয়েছে এখানে। তারা স্বীকৃত রাজাকার ও স্বাধীনতাবিরোধী। আরও আছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের কবর।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বঙ্গবন্ধুর হত্যাযজ্ঞে তাদের ভূমিকা কী ছিল, তা সবাই জানেন। 

আশরাফ এ খলিফা আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের কূট চক্রান্তে চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিয়া উদ্যান। নকশা বহির্ভূতভাবে ক্রিসেন্ট লেকে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে। এসব করে সংসদ এলাকার মূল নকশা পরিবর্তন করে বিভিন্ন স্থাপনাও করা হয়েছে। সংসদ ভবন এলাকায় রাজাকারদের কবর দিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং আপামর স্বাধীনতাকামী মানুষের সঙ্গে উপহাস করা হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব আবু জাফর ফিরোজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ খান, ঢাকা বিভাগের সংগঠক আনোয়ার হোসেন ভূঁইয়া, সিলেট বিভাগের সংগঠক হাজী এস এম নাজিম উদ্দিন, রংপুর বিভাগের সংগঠক আব্দুল গাফফার প্রমুখ।

আরও পড়ুন

×