ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আরও মেগা প্রকল্প নেবে সরকার: পরিকল্পনামন্ত্রী

আরও মেগা প্রকল্প নেবে সরকার: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৫:৩৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১৫:৩৭

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আগামীতে আরও মেগা প্রকল্প নেবে সরকার। মেট্রোরেলের মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে– বড় প্রকল্প করার সক্ষমতা সরকারের রয়েছে। এখন এ ধরনের আরও কাজ করার অপেক্ষায় সরকার।

বৃহস্পতিবার মেট্রোরেলের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ সভায় সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সম্মেলন কক্ষে এ সভা হয়। এর আগে মেট্রোরেলে আগারগাঁও থেকে উত্তরা ভ্রমণ করেন মন্ত্রী।

মেট্রোরেল বাস্তবায়নে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, মেট্রোরেলে কোনো শব্দ নেই। খুব আরামে যাতায়াত করছেন নগরবাসী। এই গণপরিবহনের মাধ্যমে প্রমাণ হলো সরকার একটা আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে।

তবে মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণ করা। মেট্রোরেল ব্যবসা নয়, কল্যাণমূলক কাজ। ভাড়া যতটুকু ধরা হয়েছে তা আসলে মেট্রোরেল পরিচালন ব্যয় মেটানোর জন্য।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×