ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছাতকের ক্ষতিকর বর্জ্য অপসারণে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

ছাতকের ক্ষতিকর বর্জ্য অপসারণে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৩ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৩

সুনামগঞ্জের ছাতকের কয়েকটি স্থান থেকে বিপজ্জনক বর্জ্য অপসারণের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৬০ কার্য দিবসের মধ্যে বর্জ্য অপসারণসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।  

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় বাসিন্দা আইয়ুব করম আলী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যৌথভাবে জনস্বার্থে একটি রিট করেন।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার ওই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনুন নাহার সিদ্দিকা ও নাজমুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বুধবার ব্লাস্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্লাস্ট জানায়, ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্টের রেলগেট, সুহিতপুর ও নতুনবাজার এবং ছাতক পৌরসভা ও জাউয়া বাজারের প্রবেশপথে বর্জ্যের স্তূপ রয়েছে, যা মানুষের জন্য বিশেষত স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনের জন্য ক্ষতিকর। পরিবেশ সুরক্ষা আইনের অধীনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ এর সুষ্ঠু বাস্তবায়নে বিবাদীদের বিধিবদ্ধ দায়িত্ব পালনে ক্রমাগত ব্যর্থতায় সংক্ষুব্ধ হয়ে ওই রিট করা হয়।

আরও পড়ুন

×