ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বান্দরবানে মতবিনিময়ে বক্তারা

স্মার্ট বাংলাদেশের সহায়ক হতে পারে ইকো ট্যুরিজম

স্মার্ট বাংলাদেশের সহায়ক হতে পারে ইকো ট্যুরিজম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ১৫:১৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বান্দরবান জেলার পাহাড়, নদী ও গিরিপথের নৈসর্গিক সৌন্দর্য তথা ইকোট্যুরিজম সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশিষ্টজন। সুশীল সমাজ ও গণমাধ্যমকে এতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বান্দরবান জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম এ আলোচনা সভা আয়োজন করে।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

মূল বক্তব্যে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনা এবং প্রস্তুতির তথ্য তুলে ধরেন তথ্য অধিদপ্তর ঢাকার জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য কর্মকর্তা আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন পিআইডি চট্টগ্রামের তথ্য কর্মকর্তা মারুফা রহমান।

আলোচনায় জেলা প্রশাসক বলেন, ‘বান্দরবানের সমৃদ্ধির কথা মাথায় রেখে পর্যটন স্পট ৬৪টি থেকে বাড়িয়ে ৮৪তে উন্নীত করা হয়েছে। বিদেশি পর্যটকদের ভ্রমণসুবিধা ও নিরাপত্তা বিবেচনায় রেখে চালু করা হয়েছে একটি অ্যাপ। পর্যটনশিল্পকে নিয়েই বান্দরবান জেলাকে স্মার্টকরণের কার্যক্রম ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে বান্দরবানে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন মিডিয়ার সাংবাদিক, জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষকসহ নাগরিক সমাজের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

আরও পড়ুন

×