জটিল রোগের অপর্যাপ্ত চিকিৎসা বাড়াচ্ছে বিদেশমুখিতা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:২৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:২৮
দেশে ক্যান্সার, কিডনি, হার্টের জটিল রোগ চিকিৎসায় এখনও পর্যাপ্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। এতে আস্থার সংকটে অনেক রোগী বিদেশমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যান্সার, কিডনি, হার্টের মতো জটিল রোগে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আমাদের স্বীকার করতে হবে, এসব রোগের চিকিৎসায় এখনও পর্যাপ্ত ব্যবস্থা দেশে তৈরি হয়নি। এই চিকিৎসায় আধুনিক সুযোগ তৈরি না করলে রোগীদের বিদেশযাত্রা থামানো যাবে না।
তিনি আরও বলেন, রোগীদের আস্থার সংকট রয়েছে। আমাদের আস্থার পরিবেশটি তৈরি করতে হবে। তারা যদি ভয় পায়, তাহলে দেশে চিকিৎসা করবে না। মানুষ চিকিৎসার জন্য সবকিছু করতে রাজি থাকে। আস্থার সংকট থাকলে কারও যদি সামর্থ্য থাকে তাহলে সে দেশের বাইরে যাবেই।
সরকার এ আস্থার পরিবেশ তৈরিতে কাজ করছে জানিয়ে জাহিদ মালেক বলেন, গড় আয়ুতে আমরা ভারতকে পেছনে ফেলেছি। আমেরিকাকে ছুঁইছুঁই অবস্থা। এটা তো এমনিতে হয়ে যায়নি। খাদ্যসহ সব খাতে উন্নয়ন ও কাজের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে। স্বাধীনতার পর দেশে খুবই অল্প সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছিলেন। এখন চিকিৎসকের সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে ১ লাখ ২০ হাজারের মতো হয়েছে। নার্সের সংখ্যাও বেড়েছে প্রায় ২০ গুণ। প্রয়োজনের ৯৯ শতাংশ ওষুধ নিজেরাই উৎপাদন করছি।
বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ২৫ বছর আগে বিএসএমএমইউ প্রতিষ্ঠার পর থেকে এখানে সব ধরনের সার্জারি সেবা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকও তৈরি করা হচ্ছে। এর পরও কিছু মানুষ দেশের বাইরে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম সম্মিলিত প্রচেষ্টায় দেশের সার্জারি খাত অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তিনি মেডিসিনের কিংবদন্তি চিকিৎসক ও গবেষক সদ্য প্রয়াত অধ্যাপক রিদওয়ান আহমেদসহ দেশে সার্জিক্যাল সেবায় অবদান রাখা চিকিৎসকদের স্মরণ করেন।
- বিষয় :
- স্বাস্থ্যমন্ত্রী
- জাহিদ মালেক
- ক্যান্সার