ইশরাকের ছোট ভাইসহ ৬ জন রিমান্ডে

ইশফাক হোসেন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১৬:০৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১৬:০৭
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়েক করা মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাদের আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। সেখানে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
অন্য আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী মোসলেউদ্দিন জসিম শুনানিতে বলেন, ‘আমরা মামলার এজাহার পাইনি। তাদের বিরুদ্ধে কি অভিযোগ তা আমাদের জানানো হয়নি। আসামিরা নির্দোষ। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক লন্ডনে পড়ালেখা করেন। তিনদিন আগে তিনি দেশে এসেছেন। তিনি রাজনীতি করেন না। সমাবেশের দিন তিনি পল্টনে যাননি। সেদিন তিনি ইশরাকের বাসাতেও যাননি। আজ ইশরাকের বাসায় যান। ইশরাককে না পেয়ে তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাই রাজনীতি করেন বলে কি তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে? আমরা আসামিদের জামিন চাই।’
আদালতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সমাবেশের অনুমতি আইনিভাবে ছিল। সমাবেশে কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু আসামিরা শর্ত ভঙ্গ করেছে। তারা পুলিশের ওপর হামলা করেছে। তারা নাশকতার সঙ্গে জড়িত। এ জন্য আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত শনিবার রাজধানীর পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা হয়। রোববার ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে ইশফাক হোসেনকে আটক করে ডিবি।