ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এক‌টি কেন্দ্র দেখে ভোটার উপস্থিতি বোঝা যাবে না: পররাষ্ট্র সচিব

এক‌টি কেন্দ্র দেখে ভোটার উপস্থিতি বোঝা যাবে না: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ২৩:৫২

এক‌টি কে‌ন্দ্র দে‌খে সারাদেশের ভোটার উপস্থিতি বোঝা যাবে না ব‌লে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আমার স্ত্রীও ভোট দিতে গ্রামে গেছেন। শহরের চেয়ে গ্রামে ভোটারদের উৎসাহ বেশি। রোববার রাজধানীর ধানমন্ডি টিচার্স ট্রেনিং কলেজ সেন্টারে ভোট দি‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা বলেন পররাষ্ট্র স‌চিব।

পররাষ্ট্র সচিব বলেন, হাজারীবাগ, হাতিরপুল, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দাদের বেশির ভাগ গ্রামে ভোটার হয়েছেন। অনেকেই গ্রামে গেছেন। আবার যারা এখানে আছেন, তারাও আস্তে-ধীরে ভোট দিতে আসবেন।

শান্তিপূর্ণ ভোট দা‌বি ক‌রে মাসুদ বিন মোমেন ব‌লেন, বিদেশি পর্যবেক্ষকরা সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোট পর্যবেক্ষণ করেছেন। কেউ কেউ ঢাকার বাইরেও গেছেন। পর্যবেক্ষকরা সম্পূর্ণ স্বাধীন। তারা সবখানে যেতে পারবেন। আলোচনার সময় পর্যবেক্ষকরা বলেছেন, ‘নির্বাচনে জনগণের অংশগ্রহণ একটি বিষয়। তবে আমরা জনগণের অংশগ্রহণ দেখতে আসিনি। এসেছি প্রক্রিয়াটি কতখানি সততার সঙ্গে করা হচ্ছে, তা দেখতে।’

তিনি আরও বলেন, গোপীবাগে ট্রেনে নাশকতার জন্য অনেকে ভয় পেয়েছিল। শনিবারও অনেক জায়গায় বোমাবাজি হয়েছে। তবে যারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তারা নিশ্চয়ই বিমুখ হবেন না।

আরও পড়ুন

×