ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দ্বৈত নাগরিকত্ব

শামীম হকের প্রার্থিতা বাতিলের শুনানি ফের ২ সপ্তাহ পেছাল

শামীম হকের প্রার্থিতা বাতিলের শুনানি ফের ২ সপ্তাহ পেছাল

শামীম হক। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ১২:০৭ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ১২:৩৬

ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাতিল সংক্রান্ত আবেদনের শুনানি আরও দুই সপ্তাহ পিছিয়েছে। এই আসনে বিজয় স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের পক্ষে আইনজীবীর করা ফের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে গত ২ জানুয়ারি আবেদনটি শুনানোর জন্য উঠলে সময় আবেদনের প্রেক্ষিতে এক সপ্তাহ পেছানো হয়।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। বাংলাদেশের পাশাপাশি শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি। 

এরপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শামীম হক। ১৮ ডিসেম্বর শুনানি শেষে তাঁর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। 

পরে ১৯ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন করেন শামীম হক। ওই দিন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেন। কিন্তু এ আদেশ প্রত্যাহার চেয়ে আবার আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। 

আরও পড়ুন

×