পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে গণসংযোগ

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ২২:৪৩ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ২২:৪৪
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়।
পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে দেশবাসীকে সচেতন ও আন্দোলনে সম্পৃক্ত করতে এ প্রচারাভিযান চালানো হয়।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব থেকে প্রচার কার্যক্রম শুরু হয়। এরপর তোপখানা রোড, পল্টন হয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিতরণ করা হয় চুক্তি বাস্তবায়ন দাবির নানা কথাসংবলিত প্রচারপত্র। এতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগ শুরুর সময় আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনও তা পূর্ণ বাস্তবায়ন হয়নি। এ চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত থাকবে।’
- বিষয় :
- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি