ট্রেন দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর সুপারিশ
সংসদীয় কমিটির বৈঠক

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০৫:০১
সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধের প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে জানানো হয়, গত রোববার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। সংসদীয় কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের সুপারিশ করে। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, শফিকুর রহমান ও নুরুন নাহার বেগম।
রাজশাহী রেলওয়ে স্টেশনে এক তলা ভবনের পাইলিং-পরবর্তী নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি তদন্তের লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। ট্রেনের অনলাইন টিকিটিংয়ে সহজ ডট কমের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে, তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে উপস্থাপন করতে হবে। সেই সঙ্গে কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি কাজ দুই মাসের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করা হয়। এ ছাড়া রেলের জমির পরিমাণ, ইজারাকৃত জমির পরিমাণ এবং জমিগুলো কীভাবে ও কার মাধ্যমে ব্যবহার হচ্ছে, তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী বলেন, কিছু কিছু কর্মকর্তার অবহেলার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সঠিকভাবে কাজ বাস্তবায়ন করা যাচ্ছে না। তিনি রেলের পূর্বাঞ্চলের জিএম এবং প্রধান প্রকৌশলীকে উদ্দেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজ কেন বাস্তবায়ন হয়নি, তা জানতে চান।
রেলের একটি কাজের জন্য দুইবার দুই কোটি টাকার বেশি বিল তুলে নেওয়া হয়েছে। বিষয়টি রেলমন্ত্রীকে খতিয়ে দেখতে বলা হয় কমিটির পক্ষ থেকে। ১০ বছরে আগে চট্টগ্রাম ও ঢাকা রেলওয়ে স্টেশনে স্ক্যানার মেশিন বসানোর কথা থাকলেও, তা বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেন কমিটির সভাপতি।
- বিষয় :
- সংসদীয় কমিটি