ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপির ভণ্ডামি: গণপূর্তমন্ত্রী

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপির ভণ্ডামি: গণপূর্তমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ০৫:৪৫ | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ | ১২:২৮

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপি নেতাদের হিপোক্রেসি (ভণ্ডামি)। এই ঘোষণা দিয়ে বিএনপির এক নেতা গায়ের চাদর খুলে ফেলেছেন; কিন্তু তিনি ভারতীয় কিশমিশ, জিরা, এলাচ, পেঁয়াজসহ অন্য পণ্য ঠিকই ব্যবহার করছেন এবং করবেন। তাহলে জনসমক্ষে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা হিপোক্রেসি ছাড়া আর কী হতে পারে! 

রোববার রাজধানীর পূর্ত ভবনে গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উবায়দুল মোকতাদির বলেন, জিয়াউর রহমান এবং হুসেইন মুহম্মদ এরশাদ দু’জনই স্বৈরশাসক ছিলেন। অনেকেই জিয়াউর রহমান ও এরশাদকে এক পাল্লায় মাপতে চান না। এটি একটি ভ্রান্ত ধারণা। অনেকে বলে থাকেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। কিন্তু এটাও সঠিক নয়।

মুক্তিযুদ্ধভিত্তিক একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‌জিয়াউর রহমান কখনও সম্মুখ সমরে যাননি, তিনি মুক্তিযুদ্ধের মূল চেতনায়ও বিশ্বাস করতেন না। শোষণহীন, বৈষম্যহীন, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, জিয়াউর রহমান তার কোনোটিতেই বিশ্বাস স্থাপন করেননি। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নবীরুল ইসলাম ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান। অনুষ্ঠানে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×