প্রাতিষ্ঠানিক কলকারখানায় শিশুশ্রম নেই
মে দিবসের কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শিশুশ্রম বন্ধে আইনি নির্দেশনা থাকলেও কেউ মানছেন না। বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশু দ্বীন ইসলাম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ওয়ার্কশপে কাজ করছে। মঙ্গলবার বরিশাল নগরের লোহাপট্টি এলাকায় সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ২৩:৫৫
প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মহান মে দিবস অনুষ্ঠানের ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনেক কলকারখানায় শিশুদের দেখা যায় জানানো হলে প্রতিমন্ত্রী বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কেউ কাজের ছেলে বা মেয়ে রেখেছেন অথবা দরিদ্র পরিবার সন্তানকে গ্যারেজে কাজ শিখতে পাঠিয়েছেন– এ রকম কিছু বিষয় আছে। এক্ষেত্রে পদক্ষেপ নিলেও অনেক সময় বন্ধ করা সম্ভব হয় না। তবে প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই।
এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব মাহবুব হোসেন বলেন, শিশুশ্রম বন্ধের বিষয়ে আইএলও কনভেনশন দেশে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তবে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের বিষয়টি একটু উচ্চাভিলাসী। এরপরও যত দ্রুত সম্ভব আমরা এটি করব।
- বিষয় :
- শিশুশ্রম