ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা দেখার নির্দেশ

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়াদের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা দেখার নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১২:১৮ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১২:২৫

দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহণকারীদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। 

এদিকে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এমন পরিস্থিতিতে বড় পদক্ষেপ গ্রহণ করল অ্যাস্ট্রাজেনেকা। বিশ্ব গণমাধ্যমে এসেছে, নিজেদের করোনা টিকা সারা বিশ্ব থেকে প্রত্যাহার করছে সংস্থাটি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গু চিকিৎসায় কোনো সরঞ্জাম সংকট যাতে সৃষ্টি না হয় এবং দাম না বাড়ে সেজন্য তদারকির নির্দেশ দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরকে।

আরও পড়ুন

×