ভিকারুননিসায় ৭০ ভাগ পরীক্ষার্থী পেল জিপিএ ৫

ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৪ | ২০:১৪
চলতি বছর এসএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭০ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী।
রোববার ফল প্রকাশের পর বেইলি রোডের এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। স্কুলের মাঠে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করে তারা। তাদের বাঁধভাঙা উল্লাসে শামিল হয়েছেন অভিভাবকরাও।
প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, সকাল ১১টার পর থেকে স্কুল প্রাঙ্গণে বাড়তে থাকে ফলপ্রত্যাশী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। ফল প্রকাশের পর স্কুলের ভেতরের মাঠে বড় গাছতলায় ড্রাম বাজিয়ে উল্লাস করে শিক্ষার্থীরা। মানববৃত্ত তৈরি করে নাচগানে মেতে উঠে তারা। নুসরাত তরী নামে এক শিক্ষার্থী বলেছে, ‘প্রত্যাশা ছিল জিপিএ ৫ পাব। গোল্ডেন নিয়ে খুব দুশ্চিন্তা ছিল, তবে পেয়েছি। এ খুশি ভাষায় প্রকাশ করতে পারব না।’
এ প্লাস পাওয়া নাজাতাজ ইমতিয়ানা বলেছে, ‘পুরো সিলেবাসে পরীক্ষা হওয়া ভালো। যারা ক্লাস নাইন থেকেই ঠিকভাবে পড়ে, তারা কখনও সংক্ষিপ্ত সিলেবাস চাইবে না।’
অভিভাবক ফৌজিয়া রহমান বলেন, ‘আমার মেয়ে জিপিএ ৫ পেয়েছে। খুবই ভালো লাগছে। সংসার সামলানোর পর যতটুকু সময় পেয়েছি, পুরোটাই মেয়ের জন্য দিয়েছি।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী বলেন, ‘স্কুল থেকে এবার তিনটি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২০৬। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২ হাজার ১৯৫ জন। এর মধ্যে ফেল করেছে ৩৪ জন।’