ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঢাবি ক্যাম্পাসে গোলাম মাওলা রনির গাড়িতে হামলা

ঢাবি ক্যাম্পাসে গোলাম মাওলা রনির গাড়িতে হামলা

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪ | ০৪:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এলাকায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় গোলাম মাওলা রনি গাড়ির ভেতরে ছিলেন। এতে কেউ হতাহত হননি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ করেছেন রনি।

শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান সমকালকে বলেন, গোলাম মাওলা রনি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা যাচাই-বাছাই করে দেখছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

রাতে গোলাম মাওলা রনি সমকালকে বলেন, তিনি সুস্থ আছেন।

এর আগে ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে রনি লিখেছেন, মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পার হয়ে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের বিপরীত সড়কে ইউটার্ন নেওয়ার স্থানে হঠাৎ তাঁর গাড়িতে হামলা হয়। চার-পাঁচ যুবক হাতুড়ি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হাতুড়ি দিয়ে পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে দেয় তারা।

রনি আরও উল্লেখ করেন, তাঁর চালক প্রথমে গাড়ি ব্রেক করেন। এর পর দ্রুত চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা অকথ্য গালাগাল দিতে থাকে। পরে তিনি নিজের অফিসে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান।

আরও পড়ুন

×