বিমান বাহিনীর প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৪ | ২০:২৩
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুরুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে প্রাপ্ত হবেন।
তাকে আগামী ১১ জুন এয়ার মার্শাল পদবীতে পদোন্নতি প্রদান করে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিয়োগের দিন থেকে আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন।
পৃথক এক প্রজ্ঞাপনে বর্তমান বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ১১ জুন অবসরে যাবেন।
- বিষয় :
- বিমান বাহিনী
- বিমান বাহিনী প্রধান