ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাণিসম্পদ অধিদপ্তর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রাণিসম্পদ অধিদপ্তর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ০৩:০৫

রাজধানীতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নান্দনিক ভবন তৈরি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সোমবার (৩ জুন) ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। 

উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, এই ভবন তৈরিকে সামনে রেখে যাতে কোনো বাড়তি উৎপাত সৃষ্টি না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 

তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কোনো নষ্ট মানুষের জায়গা হবে না। তথ্যপ্রযুক্তির এই যুগে গায়ের জোরে কিছুই করা যাবে না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বক্তব্য রাখেন। 

আরও পড়ুন

×