দায়িত্ব নিলেন নতুন বিমান বাহিনী প্রধান

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে সেনাবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল র্যাংক পরিয়ে দেন। ছবি-পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৪ | ২৩:২৬
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। মঙ্গলবার বিকেলে বিমান বাহিনী সদর দপ্তরে এ উপলক্ষে এক অনুষ্ঠান হয়। তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর জানায়, বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাহিনীর বিদায়ী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খান জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ শেষে বিমান বাহিনী সদর দপ্তরে পৌঁছালে বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এর আগে সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সেখানে তিনি দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন। এরপর তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিমান সদর ত্যাগ করার পূর্বে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সবশেষে বিদায়ী বিমান বাহিনী প্রধান বিমান সদর ত্যাগ করার সময় সহকর্মীরা তাকে বিদায় জানান।
এদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান মঙ্গলবার নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল র্যাংক পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিমান বাহিনী
- বিমান বাহিনী প্রধান