বিলম্বে চলছে ট্রেন, মন্ত্রীর দাবি গোল্ডেন এ প্লাস

রাজধানীর কমলাপুর স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৪ | ১৯:১০
ঈদযাত্রার প্রথমদিনের মতো আজ বৃহস্পতিবারও রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিলম্বে যাত্রা করেছে কিছু ট্রেন। তারপরও রেলমন্ত্রী জিল্লুল হাকিম দাবি করেছেন, গত ঈদের মতো এবারও তিনি গোল্ডেন এ প্লাস পাবেন।
আজ বিকেলে রাজধানীর কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে এ দাবি করেন রেলমন্ত্রী। যদি বিকেল সাড়ে ৪টার দিকে যখন তিনি এ দাবি করেছিলেন, তখনও ছেড়ে যায়নি দুপুর ২টা ৪০ মিনিটের রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস।
সাংবাদিকদের প্রশ্নে জিল্লুল হাকিম বলেন, ‘গত ঈদের চেয়ে রেলের সার্ভিস ভালো হয়েছে। এতে করে অনেকেই বলেছেন আমি প্রথম পরীক্ষায় নাকি গোল্ডেন প্লাস পেয়েছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদুল আজহার যাত্রা এবারও ভালো করতে চাই। এবারও গোল্ডেন প্লাস পাব আশাকরি। সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে ৬৪টি ট্রেন ছাড়ে দুই একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন যথা সময়ে যাত্রা করেছে।’
এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘পুরনো কোচ রাতারাতি নতুন করতে পারব না। ফ্যান ঠিক করা হচ্ছে। আবার অনেক সময় যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত কোচ লাগাতে হয়। এতে সময় বেশি লাগে। লম্বা দূরত্বে ক্রসিংয়ে কিছু ট্রেনের সময় বেশি লাগে। আগামী ঈদ থেকে আর কোনো অভিযোগ থাকবে না।’
- বিষয় :
- ঈদুল আজহা ২০২৪
- ট্রেন
- রেলমন্ত্রী