ঈদযাত্রা
টিকিট পেয়েও ট্রেনে উঠতে পারেনি বহু যাত্রী

ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ২২:০৭ | আপডেট: ১৫ জুন ২০২৪ | ২২:০৭
অনেক কষ্টে কুড়িগ্রাম এক্সপ্রেসের ৪টি টিকিট পেয়েছিলেন মো. রাজুর পরিবার। কিন্তু ট্রেনে আর চড়তে পারেননি। শনিবার রাজু এবং তার ভাই স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত ৮টায় কমলাপুরে আসেন। রাত পৌনে ৯টায় ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু রাজু ও তার ভাই ভিড়ের চাপে ট্রেনেই উঠতে পারেননি।
পৌনে ৯টায় ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে রাত পৌনে ১০ টায় কুড়িগ্রাম এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যায়। ৭৭৮ আসনের ট্রেনটিতে তখন যাত্রী ছিল অন্তত হাজার তিনেক। ট্রেনের ছাদ এবং বগির ভেতরে তিল ধারণের জায়গা ছিল না।
এদিকে টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে রাজু প্রতিকার চাইতে আসেন স্টেশন ম্যানেজারের কক্ষে। স্ত্রীর কোলে ছিলেন তার শিশু সন্তান। এ সময় তিনি ক্ষোভে চিৎকার করে বলেন, এক হাজার ৩০০ টাকা করে টিকিট কিনেছিলাম। কিন্তু বিনা টিকিটের যাত্রীদের ভিড়ে বগিতেই ঢুকতে পারিনি।
রাজু জানান, ট্রেনের প্রতিটি বগির দরজায় বাদুর ঝোলা হয়ে ঝুলছিলেন বহু যাত্রী।
সাংবাদিক লতিফুল ইসলামও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট কেটে ট্রেনে উঠতে পারেননি। এরপর স্ত্রী ও ছোট দুই ভাইকে নিয়ে বাসায় ফিরে যান তিনি।
এদিকে রাত সোয়া ১০টার লালমনি এক্সপ্রেসেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। কেবল উত্তরবঙ্গ নয়, ময়মনসিংহ হয়ে চলা ট্রেনগুলোতেও একই অবস্থা ছিল। এসব ট্রেনের ছাদেও ছিল শত শত যাত্রী।
এর আগের দিনগুলোতে আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটের যাত্রী তেমন একটা না থাকলেও শনিবার শিল্প কারখানায় ছুটির পর কমলাপুরে মানুষের ঢল নামে। কমলাপুরে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে গত কয়েকদিন কড়া তল্লাশি থাকলেও শনিবার যাত্রীর ঢলে তা ভেঙে পড়ে।
- বিষয় :
- ঈদযাত্রা
- ঈদযাত্রা ২০২৪
- ট্রেন