ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাতদিন বিরতির পর আবার বসছে সংসদ 

সাতদিন বিরতির পর আবার বসছে সংসদ 

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ২০:৩৪

টানা সাতদিন বিরতির পর বৃহস্পতিবার আবার বসছে জাতীয় সংসদ অধিবেশন। বিকাল চারটায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ত্বে আজকের বৈঠক শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হবে।

৫ জুন চলতি দ্বাদশ সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। পরদিন নতুন অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এখন বাজেটের ওপর সাধারণ আলোচনা চলছে। 

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আজকের বৈঠকের কার্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা পর্বে তথ্য ও সম্প্রচার, শিল্প, জ্বালানী ও খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বিভাগের জন্য নির্ধারিত রয়েছে। 
দ্বিতীয় কার্যসূচিতে রয়েছে প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা। ১৩ জুন বৃহস্পতিবার রাতে বাজেট আলোচনা শেষে ঈদুল আজহা পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়েছিল। 
 

আরও পড়ুন

×