সুইডেনের সেমিনারে বক্তারা
প্রবাসীদের সম্পদ ও সম্পত্তি রক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ২১:৫৫
প্রবাসী বাংলাদেশিদের আইনি সুরক্ষায় সুইডেনের স্কটহোমে এক সেমিনারে প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তাসহ তাদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) উদ্যোগে গত ২২ জুন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
সুইডেন শাখার আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন গোলাম রব্বানি। সঞ্চালনায় ছিলেন এইচআরপিবি সুইডেন শাখার উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী মনজিল মোরসেদ প্রবাসীদের আইনি অধিকারসহ বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং অর্থনীতিতে তাদের বড় অবদান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক বাংলাদেশিরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের কেনা সম্পত্তি নিয়ে নানা ভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। আইনি জটিলতার কারণে প্রবাসীদের বিভিন্নভাবে স্বার্থ সুরক্ষা ব্যাহত হচ্ছে। তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তাসহ তাদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সময়ের দাবি।
প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় সেমিনারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত ৯ দফা সুপারিশমালা পেশ করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিস্পত্তিতে বিশেষ ভুমিকা রাখবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাফিজ চৌধুরী, সাবেক কাউন্সিলর খুরশেদ আলম চৌধুরী সেমিনারে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এইচআরপিবি’র সুইডেন শাখার সম্পাদক মীর মোয়াল্লেম হোসেন, উপদেষ্টা লিয়াকত হোসাইন, উপদেষ্টা মনজুরুল হক ইলিয়াস এবং প্রচার সম্পাাদক আয়নুল হক প্রমুখ।